মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার কবরস্থান টু কামারকুন্ডু ভায়া সাবদারপুর রাস্তাটি শুভ উদ্বোধন করেন ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী নাম করন করেন সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ ৩ এর জনাব অধ্যক্ষ নবী নেওয়াজ। কিন্তু রাস্তাটি আন্দোলপোতার বট তলা মোড় পর্যন্ত পিচ হয়েছে কোন রকম চলে। এই বট তলার মোড় থেকে কামারকুন্ডু ও মামুনশিয়া হয়ে রাস্তায় খোড়া হয়েছে আজ প্রায় তিন বছর কিন্তু এই রোডের ইট বালি কোথায় গেল আর কেনই বা রাস্তার কাজ হচ্ছে না। এই রাস্তা খোড়ার কারনে কোন গাড়ি চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচলের একমাত্র পথ। এটি অতি দ্রূত সংস্কার করা প্রয়োজন । এই রাস্তায় তালসার ঠিকডাঙ্গার মাঠ সংলগ্ন একটি নতুন ব্রিজ তৈরি না করেই পুরাতন অকেজো ব্রিজের উপর দিয়ে রাস্তা পিচ করার কয়েক দিন পরে ব্রিজ টি ভেঙ্গে যায়। এই রাস্তা এখন মরন ফাঁদ হয়ে ওঠেছে।যাতায়াত করতে পারছে না এলাকার হাজার হাজার মানুষ। এই মাঠ দিয়ে আট গ্রামের চাষীরা তাদের ফসল তুলে নেন তাদের বাড়িতে কিন্তু রাস্তার ব্রিজ টি ভাঙ্গার কারনে ফসল হয়তো মাঠে নষ্ট হতে পারে। আর ক্ষতির মধ্যে পড়বে এলাকার সাধারণ চাষীরা। না খেয়ে মরবে সাধারণ গরীব মানুষ। রাস্তা ও ব্রিজ টি মেরামতের জোর দাবী করছেন এলাকার সব শ্রেনীর পেশার মানুষ। সংশ্লিষ্ট কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করছে।
Leave a Reply