মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২০-২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইদহের কোটচাদপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। কোটচাদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, অনুর্ধ-১৭ খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত ( বি ও এ ) জয়নাল আবেদীন, খেলায় একক ইভেন্টে অষ্টম শ্রেনীর ছাত্র আব্দুর রহমান ইবনে আনাস বেলাল সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে খেলার সামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply