আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভর্তি জালিয়াতি: ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

অনলাইন ডেস্ক।।
ডিজিটাল জালিয়াতি এবং অবৈধপন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। একইসঙ্গে দুইজনকে সাময়িক বহিষ্কার করে ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়।
পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত করা হবে।
প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী জানান, ‘ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়া সাত জনকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে এবং আর দুই জনকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ’
তিনি আরও জানান, সভায় বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্যে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।
এর আগে, গত বছরের ৪ ফেব্রুয়ারি জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :