আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস

ঝিনাইদহপ্রতিনিধি:
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলতে পারি এই শ্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশের প্রথম প্রহরেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালী যোগে আসতে শুরু করে নানা সংগঠন। তারপর জড়ো হয় শহীদ মিনারের আঙ্গিনায়। রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে একে একে জেলা পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রেসক্লাব এবং নানা শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা প্রভাত ফেরীতে অংশ নিয়ে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :