করোনাভাইরাসের প্রতিষেধক টিকার আরও চালান আনতে সংশ্লিষ্টদের নির্দেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।
সময়মতো প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক টিকার আরও চালান আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কারণে তিনি তাদের টাকা প্রস্তুত রাখতেও নির্দেশ দেন। বলেন, নির্দিষ্ট সময়ে সবার টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন। সভা শেষে পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
এদিকে ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার দুটি চালান দেশে এসেছে। জুন মাসের মধ্যে তিন কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।
এছাড়া দেশে করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। আর ৩২ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সচিব জয়নুল বারী বলেন, প্রধানমন্ত্রী সময়মতো করোনার টিকা দেয়ার কথা বলেছেন। বলেছেন প্রয়োজনে আরও টিকা কেনা হবে। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে।