নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর জেলার সেনবাগে ওয়ান ব্যাংক সেনবাগ শাখার দায়েরকৃত ঋণ খেলাপির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি নুর আলম সবুজকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।সোমবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে তাকে নোয়াখালীর আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে নুর আলম প্রবাস থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামলে বিমানবন্দর থানা পুলিশের সহযোগীতায় সেনবাগ থানা পুলিশ টাকে আটক করে।আটককৃত নুর আলম উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।
সূত্রে জানা যায়, নুর আলম সবুজের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে ওয়ান ব্যাংক ২৮ কোটি ৫৭ লাখ টাকার ঋণ খেলাপির মামলা দায়ের করে। একই বছর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলো। রবিবার দেশে আসছে এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।।
Leave a Reply