অনলাইন ডেস্ক।।
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত একটি সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে প্রথম দফায় ছয় মাসের জন্য মুক্তি পান তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় দফার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে ১৫ মার্চ। এর আগেই গত ৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এ মেয়াদ আরো এক দফা বাড়ানোর আবেদন জানান তার ভাই শামীম ইস্কানদার।
ব্যক্তিগত চিকিৎসকদের মতে ৭৬ বছর বয়সী বেগম জিয়ার নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। এ সব বিবেচনায় খালেদা জিয়ার মুক্তির মেয়ার আগের শর্তেই বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত হবার পর গেলো বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে প্রথম দফা ছয় মাসের জন্য মুক্তি পান তিনি।।
Leave a Reply