নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর নিষ্ঠুর ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গত ৯ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে ডাকা প্রতিবাদ সমাবেশে মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে হামলার প্রতিবাদে এবং শ্রমিকলীগ কর্মি আলাউদ্দিনের নৃশংস হত্যার মাস্টার মাইন্ড হিসেবে আবদুল কাদের মির্জাকে অভিযুক্ত করে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ।শনিবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে উপজেলা আ’লীগের সভাপতি নুরনবী চৌধুরী গণমাধ্যম কর্মিদের প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply