আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় ভারপ্রাপ্ত জেলা জজসহ দুই কর্মচারীর প্রত্যাহার ও আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
দূনীতিগ্রস্হ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানসহ দুই কর্মচারীকে প্রত্যাহার ও হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার বেলা ১১ টায় কোট মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তালিম হোসেন, হেদায়েত হোসেন আসলাম প্রমুখ। বক্তারা বলেন দূনীতিগ্রস্হ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান আদালতের নাজির মাসুদুজ্জামান ও জহুরুলকে প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর কর্মসুচী দেয়া হবে।
প্রসংগত ১৮ মার্চ দুপুরে তুচ্ছ ঘটনায় আইনজীবীদের সাথে জজ আদালতে কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই আইনজীবী আহত হয়। সেই দিন থেকে শুরু হয়েছে আদালত বর্জন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :