মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি ।
ঝিনাইদহের কোটচাঁদপুরে আমগাছগুলো মুকুলের সাজ সাজ রব ঘ্রাণ আর মৌমাছির মৌ মৌ গন্ধে জেলার সর্বত্র জানান দিচ্ছে এ বছর আমের বাম্পার ফলন হবে।
ফাল্গুনের ছোঁয়ায় ফাগুন সেজেছে, পলাশ শিমুলের বনে লেগেছে আগুন রঙা ফুলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারো ফিরে এলো ঋতুরাজ বসন্ত। তেমনি নতুন সাজে যেন জেগে উঠেছে কোটচাঁদপুরের আমবাগানগুলো। আম গাছগুলো মুকুলের সাজ সাজ রব ঘ্রাণ আর মৌমাছির মৌ মৌ সুর জেলার সর্বত্র জানান দিচ্ছে এ বছর আমের বাম্পার ফলন হবে। শোভা ছড়াচ্ছে আম্রমুকুল তার নিজস্ব মহিমায়। মুকুলে মুকুলে ভরে গেছে জেলার প্রত্যন্ত অঞ্চলের বাগানগুলো। প্রায় ৯০ শতাংশ গাছেই মুকুল এসেছে। বাগান মালিক, আমচাষিরা আশা করছেন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে কোটচাঁদপুরে আমের বাম্পার ফলন হবে।
Leave a Reply