June 24, 2024, 1:01 am

নিজের স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি ১৫ বছরের কিশোরের, আমেরিকায় মৃত তিন, আহত আট

অনলাইন ডেস্ক।। নিজের স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালো ১৫ বছরের এক কিশোর। আমেরিকার অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। গুলিচালনার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আট জন গুরুতর আহত। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আত্মসমর্পন করেছে ওই ছাত্র। ওকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের তরফে জানানো হয়েছে এই ঘটনার কথা।


আরও পড়ুন>>>শান্তি সম্মেলনে ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করবে ঢাকা : মোমেন


মৃত তিন জনের মধ্যে রয়েছে ১৪ এবং ১৭ বছরের বয়সের দুই কিশোরী, ১৬ বছরের এক কিশোর। আহত আট জনের মধ্যে ছ’জনের অবস্থা আপাতত স্থিতিশীল। বাকি দু’জনের অস্ত্রোপচার হয়েছে। এদের মধ্যে এক জন শিক্ষকও রয়েছেন। নাবালক আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শেরিফ অফিসের তরফে বলেছে, ‘‘গ্রেফতারের সময় আততায়ী ছাত্র কোনও বাধা দেয়নি। সে আইনজীবী চেয়েছে। কেন এই কাজ সে করল তা নিয়ে কোনও মন্তব্য করেনি। সুত্রঃ আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :