ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ: ইঞ্জিন লাইনচ্যুত

Padma Sangbad

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার কিছু সময় পর ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইচ্যুত হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।

তিনি জানান, নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার কিছু সময় পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে কাছাকাছি যেতেই ওই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ৯টা পর্যন্তও ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুর স্টেশনে বলাকা কমিউটার লাইনচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ: ইঞ্জিন লাইনচ্যুত

Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার কিছু সময় পর ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইচ্যুত হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।

তিনি জানান, নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার কিছু সময় পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে কাছাকাছি যেতেই ওই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ৯টা পর্যন্তও ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুর স্টেশনে বলাকা কমিউটার লাইনচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান।