আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি টেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

বৃহস্পতিবার (২১এপ্রিল) সকাল ১০,৩০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি এলাকায় শেখ কামাল আইটি টেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

পরে উপজেলা সদর শহীদ এম মনসুর আলী অঅডিটোরিয়ামে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিকর্ণ কুমার ঘোষ ব্যাবস্থাপনা পরিচালক (গ্রেড১) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পুলিশ সুপার বিপিএম হাসিবুল আলম,

জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আঃ সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, ভুমি সহকারী কমিশনার এবিএম আরিফুল ইসলাম।

কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন।
কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :