দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। অবশেষে ১১ দিন পর বাড়িতে ফিরেছে দর্শনা পৌর শহরের আজমপুরের আলমগীর হোসেনের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাঈদ আল মেজবাহ।
দর্শনা আজমপুরের নিজ বাড়ি থেকে গত ১২/৪/২০২২ তারিখে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মেজবাহ । বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি ।
পরে চাচা মাসুম দর্শনা থানায় সাধারণ ডায়েরি করেন ।
শনিবার ২৩/৪/২০২২ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা মোহাম্মদপুরের মুহিদুল নামের এক শরবত বিক্রেতা দর্শনা হল্ট স্টেশনে আলমগীরের ছেলে মেসবাহ দেখে বাড়িতে নিয়ে আসে। ছেলেকে ফিরে পেয়ে আলমগীর হোসেন কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজ সাঈদ আল মিসবাহ বাড়িতে ফিরেছে এখবর ছড়িয়ে পড়লে দর্শনা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের আজমপুরে শত শত মানুষ একনজর দেখার জন্য আলমগীরের বাড়িতে ভিড় করেন ।।
Leave a Reply