আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি জয়কে নিয়ে মিথ্যা বানোয়াট বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে আইনের আওতায় আনার জন্য প্রতিবাদ মিছিল

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
গান্ধাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান , সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল শেখ, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি আসাদ শেখ, গান্ধাইল ইউনিয়ন ছাত্র লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জুয়েল এই প্রতিনিধিকে বলেন ফেসবুক লাইভে এসে সিরাজগঞ্জের এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম,মনসুর আলীর সুযোগ্য দৌহিত্র, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিম সাহেবের রক্তের উত্তরাধিকারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, বার বার নির্বাচিত সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব কে জড়িয়ে রাশেদুল হাসান রঞ্জন মিথ্যা ভিত্তিহীন অসত্য বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় আমরা কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের নেতৃবৃন্দ সিমান্ত বাজার থেকে দুবলাই, গান্ধাইল বাজার সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও তীব্র নিন্দ্রা জানাই আমরা প্রতিবাদ মিছিল করছি, আমাদের দাবি রাশেদুল হাসান রঞ্জন মিথ্যা বানোয়াট বক্তব্য
অবিলম্বে প্রত্যাহার ও ক্ষমা না চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :