আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে অগ্নিকান্ডে গবাদি পশু সহ ৩টি পরিবারের সর্বস্ব ভূস্মিভুত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের গবাদি পশু সহ সর্বস্ব পুড়ে ভূস্মিভুত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল)দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মেনকাপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়,ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা লবাব উদ্দীনের গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত হয়। বীর মুক্তিযোদ্ধা লবাব উদ্দীন ধোঁয়া ব্যবহার করে গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য খড়ের ভুতি তৈরী করে আগুন দিয়ে গোয়াল ঘরে রেখেছিল। ভুতির আগুন থেকে গোয়াল ঘরে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের শব্দ পেয়ে ঘুমিয়ে থাকা পরিবারের লোকজন টের পায়।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে টের পেয়ে ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা মহুর্তেই অন্যান্য ঘরে ছড়িয়ে পড়লে কাঠ মিস্ত্রি নজির ও আজাহারুলের সমস্ত ঘর ভূষ্মিভুত হয়। এ অগ্নিকান্ডে ৩টি পরিবারের ২টি গরু, ২টি ছাগল, ঘরে রক্ষিত ধান-চাউল,কাপড় চোপর, আসবাবপত্র,মূল্যবান কাগজপত্র সহ নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়েছে। আটোয়ারী ফায়ার সার্ভিস এসে পৌছানোর আগেই সবকিছু পুড়ে যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :