আরিফুজ্জামান আরিফ।।।ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ হিসেবে শার্শায় অসহায় ও গৃহহীন ৬ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে ৬ জন সুবিধা ভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্য) গোলাম রসুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,আইসিটি কর্মমর্তা আহসান কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মমচারী,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সংবাদকর্মী সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply