দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা টু জামতলা সড়কের শার্শা বাজার সংলগ্ন গার্ডার ব্রিজের নির্মান কাজ

Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ।। দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা টু জামতলা সড়কের শার্শা বাজার সংলগ্ন ১০ মিটার (আরসিসি) গার্ডার ব্রিজ নির্মান কাজ।

সড়কের যানজট নিরসনের কথা চিন্তা করে দিনরাত দ্রুত সংস্কারের কাজ চালাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ।

১২ ডিসেম্বর ২০২১ তারিখে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়ে ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে শেষ করার লক্ষ নিয়ে খুব জোরেসারে কাজ করছেন নির্মান শ্রমিকরা।

বর্তমান ব্রিজটির কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে বলে তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। যা তৈরীতে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২ শত ৪৪.২৮১ টাকা ব্যায়ের চুক্তি মূল্য নির্ধারন করা হয়েছে।

সরেজমিনে ব্রিজটির নির্মান কাজ ঘুরে দেখা যায়, ব্রীজ নির্মাণে দ্রুততার সাথে কাজ করছে একদল নির্মান শ্রমিক। ব্রিজের কাজে ব্যবহৃত রড হিসাবে লাগানো হচ্ছে উন্নত প্রযুক্ত নির্ভর এ্যাপোক্সি পেইন্ট।

এই এ্যাপোক্সি পেইন্ট ব্যবহারের ফলে ব্রিজটি মজবুত ও দীর্ঘ মেয়াদী স্থায়ীত্ব হবে বলেও জানান ঠিকাদারি কর্মকর্তারা।

বিগত দিনে কোন ব্রিজের কাজে রডের গায়ে এই এ্যাপোক্সি পেইন্টের ব্যবহার না হওয়ায় বিষয়টি অজানা সাধারণ মানুষের।

এ বিষয়ে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, যশোর জেলার শার্শা উপজেলায় এই সর্বপ্রথম ব্রিজ তৈরির রডে ব্যবহার করা হচ্ছে এ্যাপোক্সি পেইন্ট। যা ব্যবহারে রডে জং বা লবনাক্তের কারনে ব্রিজের কোন মরিচা আসবেনা। ফলে স্থায়ীত্ব হবে দীর্ঘ মেয়াদি। এজন্য এখন থেকে সরকারি ভাবে যত ব্রিজ বা কালভার্টের নির্মান কাজ হবে সকল কাজেই রডে এই পেইন্ট ব্যবহার করা হবে।

আশা করছি এই কাজে সরকারের ভাবমূর্তি ও অনেকাংশে বৃদ্ধি পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০৪:৩৪:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা টু জামতলা সড়কের শার্শা বাজার সংলগ্ন গার্ডার ব্রিজের নির্মান কাজ

Update Time : ০৪:৩৪:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আরিফুজ্জামান আরিফ।। দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা টু জামতলা সড়কের শার্শা বাজার সংলগ্ন ১০ মিটার (আরসিসি) গার্ডার ব্রিজ নির্মান কাজ।

সড়কের যানজট নিরসনের কথা চিন্তা করে দিনরাত দ্রুত সংস্কারের কাজ চালাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ।

১২ ডিসেম্বর ২০২১ তারিখে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়ে ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে শেষ করার লক্ষ নিয়ে খুব জোরেসারে কাজ করছেন নির্মান শ্রমিকরা।

বর্তমান ব্রিজটির কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে বলে তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। যা তৈরীতে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২ শত ৪৪.২৮১ টাকা ব্যায়ের চুক্তি মূল্য নির্ধারন করা হয়েছে।

সরেজমিনে ব্রিজটির নির্মান কাজ ঘুরে দেখা যায়, ব্রীজ নির্মাণে দ্রুততার সাথে কাজ করছে একদল নির্মান শ্রমিক। ব্রিজের কাজে ব্যবহৃত রড হিসাবে লাগানো হচ্ছে উন্নত প্রযুক্ত নির্ভর এ্যাপোক্সি পেইন্ট।

এই এ্যাপোক্সি পেইন্ট ব্যবহারের ফলে ব্রিজটি মজবুত ও দীর্ঘ মেয়াদী স্থায়ীত্ব হবে বলেও জানান ঠিকাদারি কর্মকর্তারা।

বিগত দিনে কোন ব্রিজের কাজে রডের গায়ে এই এ্যাপোক্সি পেইন্টের ব্যবহার না হওয়ায় বিষয়টি অজানা সাধারণ মানুষের।

এ বিষয়ে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, যশোর জেলার শার্শা উপজেলায় এই সর্বপ্রথম ব্রিজ তৈরির রডে ব্যবহার করা হচ্ছে এ্যাপোক্সি পেইন্ট। যা ব্যবহারে রডে জং বা লবনাক্তের কারনে ব্রিজের কোন মরিচা আসবেনা। ফলে স্থায়ীত্ব হবে দীর্ঘ মেয়াদি। এজন্য এখন থেকে সরকারি ভাবে যত ব্রিজ বা কালভার্টের নির্মান কাজ হবে সকল কাজেই রডে এই পেইন্ট ব্যবহার করা হবে।

আশা করছি এই কাজে সরকারের ভাবমূর্তি ও অনেকাংশে বৃদ্ধি পাবে।