মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে খাস পুকুরের মাটি কেটে বিক্রি করার অপরাধে একজনের জেল ও জরিমানা হয়েছে। জানাগেছে, উপজেলার ধামোর ইউনিয়নের একটি সরকারি খাস পুকুরের মাটি খনন করে অন্যত্রে বিক্রি করার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সাথে নিয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে যায়। ঘটনার সত্যতা প্রমানিত হলে খাস পুকুরের মাটি বিক্রেতা উপজেলার ধামোর ইউনিয়নের রফিকুল ইসলামের পুত্র আব্দুর রব(৫০)কে আটক করে তাৎক্ষনিক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ও ১১ ধারায় এক মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা ,অনাদায়ে আরো তিন মাস কারাভোগের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দিন জেল ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতে রায়ের জেল-জরিমানা আসামীকে পঞ্চগড় জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply