ঝিনাইদহ প্রতিনিধিঃ‘বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে থেকে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্দোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সেসময় জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ মামলা সংক্রান্ত কোন সমস্যা হলে সাথে সাথেই তারা যদি লিগ্যাল এইড অফিসে আসে তাহলে তাহের সকল সহায়তা বিনামুল্যে দেওয়া হবে। এক্ষেত্রে তারা কোন হয়রানীরও স্বীকার হবেনা। তাদের সকল খরচ সরকারই বহন করবে।
Leave a Reply