অনলাইন ডেস্ক।।
ঈদের পরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের বাস ও ট্রেন যোগাযোগ পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
কোভিড-১৯ এর কারণে দুদেশের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল। কিছুদিন আগে বিমানপথে যোগাযোগ চালু হলেও বন্ধ রয়েছে বাস ও রেলপথে যাতায়াত। সেটিও দ্রুতই চালু হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জয়শঙ্কর বলেন, ‘কোভিড-পরবর্তী এই সময়টা মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। সব কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরছে। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উন্নত হচ্ছে। গত বছর আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, যা দুই দেশের সম্পর্কে একটি মাইলফলক।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গতি এসেছে। বিদ্যমান পারস্পরিক সম্পর্ককে আমরা কোভিডের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো। কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আঞ্চলিকভাবে সাপ্লাই চেইন ও ভ্যালু চেইন বজায় রাখা কতটা জরুরি।
‘দুই দেশের মধ্যে সপ্তম যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক আমাদের সম্পর্কের পরবর্তী স্তরের ভিত্তি স্থাপনে একটি ভাল সুযোগ এনে দেবে।’
ভারতে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘পারস্পরিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু ও বাপু যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে ঋণদান, বিনিয়োগ ও ভ্রমণসেবা নতুন উচ্চতায় পৌঁছেছে।’
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশকিছু নতুন প্রকল্প শুরুর চিন্তা-ভাবনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জলবিদ্যুৎ খাতে দুই দেশের জন্য এবং আঞ্চলিকভাবে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। এই খাতে বিবিআইএন কাঠামোতে আমরা কাজ করতে চাই। এ খাতে উৎপাদন ও বাণিজ্য করার জন্য ভারত এ অঞ্চলে কাজ করে যাবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন বলে জানান তিনি।
Leave a Reply