July 27, 2024, 6:27 am

দেশ-বিদেশের সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচছা, ঈদ মোবারক!

সেখ ইব্রাহিম ইবু, বার্তা-সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।

ঐ দেখা যায় শাওয়ালের চাঁদ;
প্রকৃতিতে জানান দিচ্ছে সুসংবাদ!
বছর ঘুরে এলো আবার ঈদ,
ঈদ মোবারক ঈদ মোবারক!
মুসলিম উম্মার দ্বারে দ্বারে ভাসছে আনন্দ উচ্ছ্বাস-
নতুন জামা, নতুন কাপড়, পাঞ্জাবি টুপি প্রাণের উৎসব;
ফিরনি,সেমাই, মিষ্টি পিঠা কোরমা পোলাও-
বিরিয়ানি রোস্ট, কোপ্তা রকমারি খাবার খাওয়ার ধুম;
ধনী-দরিদ্র উঁচু নিচু আজ করিস না রে ভাই ভেদাভেদ, দাও সবে যাকাত ফেতরা, সাধ্যমত দান খয়রাত!
মাইকে ঐ ঘোষণা চলছে অবিরাম…
হয়েছে সময় এসো সবাই,
ঈদগাহে যাই- ঈদগাহে যাই।

দেখো রে ভাই এই মাটিতেই শুয়ে আছে কত জ্ঞানী গুণী মহাজন’
এই মাটিতেই মিশে গেছে তাঁদের বিত্ত-বৈভব অহংকার।
অহংকার যদি মনে আসে ভেবে দেখো একবার,
ওরাও তো ছিল আমাদের মত
কারো না কারো সন্তান, অনেক ছিল আপন-
মাতা পিতা,বন্ধুবান্ধব ও প্রিয়জন!
এসো তবে দুঃখ ভুলে মিলাও হাতে হাত,কাঁধে কাঁধ-
হিংসা বিদ্বেষ ভুলে আজ,
সাম্য- সম্প্রীতি বজায় রেখে
এক হয়ে যাও মুসলমান।
মানুষে মানুষে নেই ভেদাভেদ,
মানুষ ধর্মে দীক্ষা নিয়ে এগিয়ে যাও- গাও মানবতার গান।
ভেবে দেখো গভীর ধ্যানে-
গতবার যারা ছিলো জীবন যুদ্ধের মহারণে;
ঈদগাহে যারা ছিল শামিল, আজ তাঁরা গেল কোথায়?
এই রমজানে যারা আছেন, পাবেনা হয়তো আগামী রমজান!

দীর্ঘ একমাস সিয়াম সাধনা, ক্ষমা ও দোয়া প্রার্থনার পর
এল যে আবার শ্রেষ্ঠ রজনী কদর রাত,এলো মাহেন্দ্রক্ষণ-
হে প্রভু দাও গো নাজাত!
সাদা মেঘের ভেলায় ভেসে, আড়ালে হাসছে ওই যে দেখো সিয়ামের চাঁদ;
বিশ্বজুড়ে এলো খুশির জোয়ার…
ঈদ মোবারক ঈদ মোবারক!

পরিবার আত্মীয়-স্বজন, প্রতিবেশীর প্রতি রাখ নজর,
শুকরিয়া করো-আনুগত্য স্বীকার করো মহান পালনকর্তার!
আনন্দকে ভাগ করে দাও
রাসূল (সঃ)-এর হও উম্মত;
তাতেই যে,তোমার আমার মানব মুক্তির পথ!
আজ খুশির ঈদ- ঈদ মোবারক, ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :