চুয়াডাঙ্গা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় লালব্রিজে ঘুরতে গিয়ে ট্রেনে কেটে নিহত-১

Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গায় লালব্রিজে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রীজের উপর ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ বছর বয়সী হুসাইন আলী আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে লাল ব্রীজের উপর ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন কিশোর। এসময় সেলফি তুলতে গেলে হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল বেনাপোল এক্সপ্রেস ট্রেন হুসাইনকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ব্রীজের নীচে পানিতে পড়ে যায় সে।

খবর পেয়েতার মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে তারা।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

আলমডাঙ্গায় লালব্রিজে ঘুরতে গিয়ে ট্রেনে কেটে নিহত-১

আপডেট : ১২:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গায় লালব্রিজে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রীজের উপর ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ বছর বয়সী হুসাইন আলী আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে লাল ব্রীজের উপর ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন কিশোর। এসময় সেলফি তুলতে গেলে হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল বেনাপোল এক্সপ্রেস ট্রেন হুসাইনকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ব্রীজের নীচে পানিতে পড়ে যায় সে।

খবর পেয়েতার মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে তারা।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।