আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস অলিতলা গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় মেহেদীর বাবা আবদুল করিম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টা মেহেদী ও তার বাবা বাড়ি থেকে বের হয়ে    নিজ বাড়ি থেকে কয়েক মিটার দুরে হামলার শিকার হয় । তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে । এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়  । আহত মেহেদী ও তা বাবাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালের চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষনা করেন ।  এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া ঘটনা নিশ্চত করেন। তিনি বলেন, কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস অলিতলা গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি । মেহেদীর বাবা আবদুল করিম আহত হয়ে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :