June 18, 2024, 12:53 pm

চুয়াডাঙ্গায় বিনাপারিশ্রমিকে চাষীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৫-০৫-২৩)।। চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিনাপারিশ্রমিকে চাষীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগের নেতা কর্মী । শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে জেলার খাদিমপুর গ্রামের চাষী মজিবর রহমানের ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় সংগঠনের প্রায় অর্ধশত নেতা কর্মী ।

এ সময় উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাইদুর রহমান জোয়ার্দার (লোটাস), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল , সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, ছাত্রলীগ নেতা ইসমাইল খলিল উল্লাহ,সানজিদ আহমেদ , রাজন , আরমান আলিফ , জয় সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে কৃষক মজিবর রহমান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :