June 21, 2024, 10:22 am

করোনা আক্রান্ত ব্রাজিলের এক ক্লাবের ১০ ফুটবলার

 
অনলাইন স্পোর্টস ডেস্ক:মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ফুটবল ক্লাব গোইয়াসের ১০ জন খেলোয়াড়।
শনিবার শুরু হয়েছে ব্রাজিলের নতুন ফুটবল মৌসুম। রোববার মুখোমুখি হওয়ার কথা ছিল গোইয়াস ও সাও পাওলো এফসির। কিন্তু ম্যাচ শুরুর আগে খবর আসে গোইয়াসের ১০ ফুটবলার করোনায় আক্রান্ত। তাই খেলা আর মাঠে গড়ায়নি।
ব্রাজিলের ক্রীড়া আদালতের নির্দেশে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচের আগে করোনা পরীক্ষা করাতে হবে খেলোয়াড়দের। সেই নিয়ম অনুসরণ করেছিল গোইয়াস। কিন্তু তাদের ফুটবলারদের করোনা পরীক্ষার ফল দেরিতে আসায় ঝামেলা বাধে।
আক্রান্ত ১০ জনের মধ্যে আটজনই নিয়মিত একাদশের খেলোয়াড়। প্রতিপক্ষের কারণে ম্যাচ বাতিল হলেও এ নিয়ে কোনো আপত্তি নেই সাও পাওলো এফসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :