আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দামুড়হুদা ঠাকুরপুরে পাটের বাম্পার ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তা চাষিদের

সাংবাদিক মোঃ ইমরান নাজিরঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের চাষীরা পাটের বাম্পার ফলনে ও দাম নিয়ে দুশ্চিন্তা চাষিদের এছাড়া ও অন্য বছরের চেয়ে ফলন ও বেশি হবে বলে আশা করেছেন কৃষকেরা।
তবে সম্প্রতি পাটকল বন্ধের ঘোষনায় দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে চাষিদের কপালে। পাটের দাম নিজের স্বপ্ন, বিনিযোগের টাকা ফেরত পাওয়াসহ নানা দ্বিধায় হতাশায় ভুগছেন তারা। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরে পানির অভাবে কাঙ্ক্ষিত স্থানে পাট পশ্চানোতে অনেক বেগ পেতে হয়েছে। তারপরেও বিগত কয়েক বছর পাটের ফলন ও দাম ভালো পেয়েছেন কৃষকেরা তাই লাভের মুখ দেখতে এ বছর দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর আবাদের পরিমান ও বেড়েছে। এছাড়া ও চলতি মেীসুমে আশানুরূপ বৃষ্টি হওয়ার পাট কাটা ও পাট ডোবোনো নিয়ে এখন পযন্ত, কোনো সমস্যার কথা শোনা যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই বাজারে পাট বিক্রি শুরু হবে।
তবে এবার নায্য দাম পাওয়া নিয়ে কৃষকেরা রয়েছেন সংশয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :