শিরোনাম :
বাঙালীর শ্রেষ্ট সন্তান
Padma Sangbad

কবি শেখ হাবিবুর রহমান হাবিব।
বাঙালী জাতীর শ্রেষ্ট সন্তান মানে
শেখ মুজিবুর রহমান,
এদেশের আকাশে বাতাসে
এদেশের মানুষের হৃদয়ে যার নাম লিখা সে হলো বাঙালী জাতীর শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমান।।
যতদিন রয়ে যাবে বাঙলার মানুষের জীবন প্রদিপ ততদিন তুমি রয়ে যাবে বহমান
তুমি হলে আমার প্রিয় নেতা
শেখ মুজিবুর রহমান।।
বাঙলাকে ভালোবেসে জীবন করেছে দান
সে যে বীর বাঙলার বীর অকুতভয় প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান।।
কোটি জনতার ভালোবাসার ফুল তুমিই শেখ মুজিবুর রহমান।।