এস এম রাজা।। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদীতে এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নুরজাহান (২৬) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রীপাড়া কামালপুর গ্রামের মোহাম্মদ আলমের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে উক্ত নুরজাহানের নামে আশা, ব্রাক, ন্যাপ সহ বিভিন্ন এনজিওতে ৫ লক্ষাধিক টাকার ঋণ রয়েছে।এই ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এনজিওগুলোর পক্ষ থেকে বারং বার চাপ দিতে থাকে। এক পর্যায়ে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়। এতে নুরজাহান অত্যন্ত ভেঙে পড়ে এবং সামাজিক লজ্জার হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। দুই সন্তানের জননী নুরজাহান এনজিওগুলোর চাপে বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বাড়িতে রাখা কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply