আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিটিভি ও বেতার ভারতে সম্প্রচার হচ্ছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।
বিটিভি ও বেতার ভারতে সম্প্রচার হচ্ছে : তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ (ফাইল ছবি)
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম।
আজ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে। দুই দেশ যৌথভাবে মুক্তিযুদ্ধভিত্তিক যে প্রামাণ্যচিত্র তৈরির কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাও শুরু করা হবে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত বছর থেকে বিটিভি পুরো ভারতবর্ষে ফ্রি ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একইসাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সেখানে সম্প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :