শিরোনাম :
বেনাপোলের ছোট আঁচড়া বাইপাস সড়ক থেকে একটি ইজিবাইক ফেন্সিডিল উদ্ধার
Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ ।।বেনাপোলের ছোট আঁচড়া বাইপাস সড়কের উপর থেকে একটি ইজিবাইক ও ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
এসময় মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায় যে, শুক্রবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বাইপাস সড়কে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও ইজিবাইক জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামীকে দ্রুত আটকের চেষ্টা চলছে।