July 27, 2024, 6:38 am

লিটন বাদ, তানজিদকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস, ফিরেছেন তানজিদ হাসান।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হওয়া সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। একই মাঠে এই রিপোর্ট লেখা পর্যন্ত সফলতার মুখ দেখেনি সফরকারীরা। ৬ ওভারে বিনা উইকেটে ৪২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা।

দলে পরিবর্তন আছে আরও একটি। অফ স্পিনার মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন পেসার তানজিম হাসান। তার মানে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামসহ তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশকে চমকে দেওয়া যুক্তরাষ্ট্র এ ম্যাচের দলে একটি পরিবর্তন এনেছে। নোশতুশ কেনিজিগের জায়গায় দলে এসেছেন শ্যাডলি ফন স্কালকয়ক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, শ্যাডোলি ফন স্কালকয়ক, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :