June 24, 2024, 1:46 am

‘ঘূর্ণিঝড় রেমাল’ এখন মেঘালয়ে

প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল থেকে এখন আরও দুর্বল হয়ে পড়েছে। ঝড়টি বর্তমানে ভারতের মেঘালয়ে অবস্থান করছে।
আবহাওয়া বিভাগ সোমবার (২৭ মে) রাত ১২টার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগামী ছয় ঘণ্টায় এটি নিম্নচাপে রূপ নেবে। অর্থাৎ বাংলাদেশে মঙ্গলবার ভোর হওয়ার পরই এটি প্রায় দুর্বল হয়ে যাবে।
অধিদপ্তর এ ব্যাপারে বলেছে, গভীর নিম্নচাপটি (ঘূর্ণিঝড়ের অংশ) বাংলাদেশের অল্পকিছু স্থলভাগের ওপর অবস্থান করছে এবং গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরেছে এবং ২৭ মে রাত ১২টার সময় মোংলা থেকে ১৯০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব, শ্রীমঙ্গল থেকে ১২০ কিলোমিটার পশ্চিম এবং রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল।
ঝড়টি আরও পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাবে এবং আগামী ৬ ঘণ্টায় ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাবে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ইঙ্গিত করছে এ ঘূর্ণিঝড়টি ধীরগতিতে দুর্বল হচ্ছে। পুরোপুরি নিম্নচাপে পরিণত হওয়ার পর রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আর এটির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ৬৫ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :