মিজানুর রহমান মিনু স্টাফ রিপোর্টার।।
কেরাণীগঞ্জের পানগাও হইতে বিসিক শিল্প এলাকায় তিতাস গ্যাস লাইন বিতরনের এলাকা পরিদর্শন করেছেন তিতাস গ্যাস টিএন্ড ডি কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন।
শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি এসব এলাকা পরিদর্শন শেষে তিতাস গ্যাস জোন-৫ (জিনজিরা) অফিস পরিদর্শনে আসেন।
পরিদর্শনের শেষে জিনজিরা অফিস আঙ্গিনায় একাধিক বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ওউন্নয়ন) আব্দুল ওহাব তালুকদার।
বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র একান্ত সহকারি সচিব ম.ই.মামুন।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শেখ শাহ আলম।
তিতাস গ্যাস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন,
জিনজিরা অফিসে উপস্থিত কর্মকর্তা,কর্মচারী ও ঠিকাদারদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply