June 24, 2024, 2:05 am

রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রাম দখল করেছে : চেচেন নেতা

রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ রোববার বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের সীমান্তবর্তী গ্রাম রাইজিভকা দখল করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা কাদিরভের দাবি অস্বীকার করেছেন।
সুমি অঞ্চলটি ইউক্রেনের উত্তর সীমান্তে অবস্থিত এবং ২০২২ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়াকে সেখানে বড় ধরনের কোন স্থল হামলা চালাতে দেখা যায়নি।
কাদিরভ বলেন, তার আখমত ব্যাটালিয়নের যোদ্ধারা ‘রাশিয়ার অন্যান্য ইউনিটের সেনাদের সাথে একত্রে কৌশলগত অপারেশন চালায় এবং শত্রুদের কাছ থেকে আরেকটি বসতি মুক্ত করে।’
চেচেন নেতা টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘এটি হচ্ছে রাইজিভকা গ্রাম যা কুরস্ক অঞ্চল সীমান্তে অবস্থিত।’
তিনি আরো বলেন, ‘সেখানে বড় ধরনের পরিকল্পিত হামলায় ইউক্রেন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এতে কিয়েভের সৈন্যরা বাধ্য হয়ে পিছু হটেছে।’ এএফপি তাৎক্ষণিকভাবে কাদিরভের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :