ফজরের নামাজের পরে নিজের চা নিজেই বানিয়ে খাই : প্রধানমন্ত্রী

Padma Sangbad

অনলাইন ডেস্ক। https://www.facebook.com/275094372942/videos/10153190694582943/
“সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে।
এখন তো করোনাকালে নামাজ পড়ে, চা খেয়ে বই-টই পড়ার থাকলে পড়ি। আর একটু হাঁটাহাঁটি করি। গণভবনে একটা লেক আছে। সেই লেকের পাশে বসে মাছ ধরি।
আমাদের বাবার শিক্ষা রিকশাওয়ালাকে আপনি করে বলতে হবে। ড্রাইভারকে সাহেব বলতে হবে। বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমরা সেই শিক্ষাই অর্জন করেছি। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।”
– সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০২:০৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

ফজরের নামাজের পরে নিজের চা নিজেই বানিয়ে খাই : প্রধানমন্ত্রী

Update Time : ০২:০৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

অনলাইন ডেস্ক। https://www.facebook.com/275094372942/videos/10153190694582943/
“সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে।
এখন তো করোনাকালে নামাজ পড়ে, চা খেয়ে বই-টই পড়ার থাকলে পড়ি। আর একটু হাঁটাহাঁটি করি। গণভবনে একটা লেক আছে। সেই লেকের পাশে বসে মাছ ধরি।
আমাদের বাবার শিক্ষা রিকশাওয়ালাকে আপনি করে বলতে হবে। ড্রাইভারকে সাহেব বলতে হবে। বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমরা সেই শিক্ষাই অর্জন করেছি। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।”
– সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা