June 24, 2024, 1:51 am

ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইরাকি যোদ্ধাদের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস-বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে।

ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
এর আগে গত বুধবার ইরাকি যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

পিএমইউ সুস্পষ্ট করে বলেছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনে বিশেষ করে রাফাহ শহরে যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

ইরাকি জোট বলেছে, তারা ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :