June 29, 2024, 4:47 pm

যে কারণে জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়, জানালেন দীঘি

বিনোদন ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দীঘি। এ সময় অভিনেত্রী জানান, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি। দীঘি বলেন, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়। কারণ, তাকে চাচ্চু ডাকি।

এদিকে দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় নেটদুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দীঘি বলেন, আলোচনা-সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি।

আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায় কাজ করছেন দীঘি। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :