মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুরের গান্দাইল গ্রামের দক্ষিণ পাড়ায় বাবলু নামে এক ব্যাক্তি পায়খানার ময়লা পানি পার্শ্ববতী পুকুরে ফেলার কারণে আশ পাশে শতাধিক পরিবারের গৃহস্থালি কাজ কর্ম সহ ডুব গোসল বন্ধ হয়ে পরেছে।
ভুক্ত ভোগী পরিবার গুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরে জমিনে গিয়ে যানা যায় গান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ উত্তর পাশে কয়েকটি পরিবার বিশেষ করে বাবলু নামে জয়নক ব্যাক্তি খোলা ল্যাটিন থেকে বের হওয়া ময়লা পানি এলজিডির রাস্তা কেটে স্কুল সংলগ্ন পুকুরে ফেলার কারণে অই এলাকার শতাধিক পরিবারের গৃহস্থালি সকল কাজ কর্ম বন্ধ হয়ে পরেছে।
এই ঘটনায় ভুক্ত ভোগীরা একাধিক বার বাবলু মিয়াকে বলার পরও এর কোন সমাধান মিলছেনা।
Leave a Reply