আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে পিতাকর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ মেয়ের

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।। কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের চরশালদহগ্রামে লম্পট পিতা কর্তৃক নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
ধর্ষকপিতা ধর্ষিতা মেয়ে ও তার মাকে হত্যার ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
সরেজমিনে গিয়ে ধর্ষিতা মেয়ে সুলতানার সূত্রে জানা গেছে,চরশালদহ গ্রামের লম্পট বাবা মৃত বসের শেখের পুত্র শাহজাহান আলী (টুক্কু)।
একসন্তানের জননী সুলতানাকে বছরখানেক আগে পাশ্ববত্তী গ্রামের স্বামির ঘর থেকে মেয়ে সুলতানার অমতে নিজের বাড়ি নিয়ে আসে।
এর পর থেকে লম্পট শাহজাহান মেয়ের প্রতি কুদৃষ্টি দেয়।
বিষয়টি বুঝতে পেরে মেয়ে সুলতানা তাঁর মাকে বলে দেয়।
এতে করে একাধিকবার ধর্শক শাহজাহান ও শাজাহানের স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মারামারি ঘঠে।
এ নিয়ে শাহজাহানের ভাই ভাতিযাদের মধ্যে কয়েকবার দেনদরবার হয়।
ঘটনা জানাজানির ভয়ে ভাই ভাতিযারা শাহজাহান কে শাষনকরে ঘটনা ধামাচাপা দিয়ে রাখে।
এদিকে গত ৫ আগষ্ট ২০২০ দিবাগত রাতে সুলতানার মা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শাহজাহান মেয়েকে ঘরে একাপেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
পরদিন এঘটনা সুলতানা মায়ের কাছে বললে সুলতানার মা,সুলতদানার চাচা, আফজাল ও কামাল হোসেনকে ঘটনা জানায়।
এতে শাহজাহান ক্ষিপ্ত হয়ে মা, মেয়েকে মারধোর করে বাড়ি থেকে তাঁড়িয়ে দিয়ে নিজেও গা ঢাকা দেয়।
এবিষয়ে ধর্ষক শাহজাহানের ভাই কামাল ও আফজালের সাথে টেলিফোনে কথা বললে তার ভাই খুব খারাপ কাজ করেছে বিষয়টি পত্রিকায় না লেখার জন্য বলে মিমাংসা করা হবে বলে উল্লেখ করেন।
স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বর জাহিদ ইসলাম মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে লম্পট শাহজাহান কে খোঁজা হচ্ছে এবং তাঁর ভাই ভাতিযাদের আচরণও রহস্যজনক বলে উল্লেখ করেন।
ভুক্তভোগিরা ন্যায় বিচারের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :