আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিকরগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

আরিফুজ্জামান আরিফ ।।ঝিকরগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে বিপুল (২০) ও মুরাদ (২৩)নামে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক।
যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনী মোড় নামক স্থানে সোমবার (৫ অক্টোবর) রাত ১১টায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত বিপুল শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও মুরাদ বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং সম্পর্কে দুজনই আপন খালাতো ভাই।
জানা গেছে,বিপুল ও মুরাদ দুজনই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত এবং দু’জনই ছোটবেলা থেকে কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটর সাইকেল যোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিল।
পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এদিকে একইসাথে দু’খালাতো ভাইয়ের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন নানা গোলাম নবীসহ মৃতের পরিবারে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ সড়ক দূর্ঘটনায় দু’জন মৃত ও একজন আহতের কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে যায়। এসময় চারিদিকে অন্ধকার থাকায় আমরা কোন কিছু নিশ্চিত করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :