চুয়াডাঙ্গা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

Padma Sangbad

শাহ আলম কালীগঞ্জ সংবাদদাতা।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আজমতনগরে স্বর্ণালী খাতুন (১৭) নামে গৃহবধু শশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধুর শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। গত সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণালী খাতুন পার্শ্ববর্তী চাঁদবা এলাকার তরিকুল ইসলামের মেয়ে।স্বর্ণালী খাতুনের পিতা তরিকুল ইসলাম জানান, গত তিনমাস আগে আজমতনগর এলাকার আব্দুল মালেকের ছেলে সোহান হোসেনের সাথে বিয়ে হয়। আমার মেয়েকে বিয়ে করার পরও সোহান আরেকটি মেয়েকে বিয়ে করে। হঠাৎ সোমবার সকালে মেয়ের শশুরবাড়ি থেকে মোবাইলে জানায় তার মেয়ে বিষপান করেছে। এরপর হাসপাতালে গেলে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গৃহবধুর মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান। তিনি জানান, বাম হাতের কবজির উপরে ক্ষত চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছিল। ডান হাত, কপাল ও বাম কানের ভিতরে পুড়ে গেলে যেমন দেখা যায় তেমন চিহ্ন দেখা গেছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।।

আপডেট : ০৯:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

কালীগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৯:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

শাহ আলম কালীগঞ্জ সংবাদদাতা।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আজমতনগরে স্বর্ণালী খাতুন (১৭) নামে গৃহবধু শশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধুর শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। গত সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণালী খাতুন পার্শ্ববর্তী চাঁদবা এলাকার তরিকুল ইসলামের মেয়ে।স্বর্ণালী খাতুনের পিতা তরিকুল ইসলাম জানান, গত তিনমাস আগে আজমতনগর এলাকার আব্দুল মালেকের ছেলে সোহান হোসেনের সাথে বিয়ে হয়। আমার মেয়েকে বিয়ে করার পরও সোহান আরেকটি মেয়েকে বিয়ে করে। হঠাৎ সোমবার সকালে মেয়ের শশুরবাড়ি থেকে মোবাইলে জানায় তার মেয়ে বিষপান করেছে। এরপর হাসপাতালে গেলে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গৃহবধুর মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান। তিনি জানান, বাম হাতের কবজির উপরে ক্ষত চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছিল। ডান হাত, কপাল ও বাম কানের ভিতরে পুড়ে গেলে যেমন দেখা যায় তেমন চিহ্ন দেখা গেছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।।