অনলাইন ডেস্ক।
মুন্সিগঞ্জের লৌহজং-এর মাওয়া প্রান্তে আজ শনিবার (১০ অক্টোবর) পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানো হবে। এটি বসানো হবে সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের উপর। ফলে আজ দৃশ্যমান হবে পদ্মাসেতুর ৪ হাজার ৮০০ মিটার (প্রায় পাঁচ কিলোমিটার)।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পদ্মাসেতু প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা এ তথ্য নিশ্চিত করেছেন। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এ স্প্যানটি বসবে।
প্রকৌশলীরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ওয়ান-ডি নামে ৩২তম স্প্যানটি নিয়ে শনিবার সকালে রওনা হবে ভাসমান ক্রেন। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের উপর বসাবে।
এর আগে চলতি বছরের ১০ জুন পদ্মাসেতুর ৩১তম স্প্যান বসানো হয়।
প্রকৌশলী আরো জানান, সেতুর মোট ২ হাজার ৯১৭ টি রোডওয়ে স্লাবের মধ্যে ৮৭০ টি, ২ হাজার ৯৫৯ রেল স্লাবের মধ্যে ১ হাজার ৪০০টি এবং ৪৩৮টি ভায়াডাক্ট গার্ডারের মধ্যে ১৯৫ টি স্থাপন করা হয়েছে। মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্থাপন করা হয়েছে।
অবশিষ্ট ১০টি স্প্যান মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে। যার মধ্যে সব কয়টি তৈরি সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব স্প্যান স্থাপন সম্ভব হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো
Leave a Reply