দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ফের বিয়ের পিঁড়িতে বসেছেন এক সময়ের মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার। বরের নাম রেজা আমিন সুমন। শমী কায়সারের দীর্ঘদিনের বন্ধু তিনি, পেশায় ব্যবসায়ী।
শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাতে হঠাৎ করেই শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, দুই পরিবারের সদস্যদের মত এবং উপস্থিতিতে শমী কায়সারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার (৮ অক্টোবর)।নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।এর আগে ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক, চিত্রনির্মাতা রিঙ্গোর সঙ্গে ঘর বেঁধেছিলেন শমী কায়সার। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাত নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর। এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।
Leave a Reply