অনলাইন ডেস্ক।।
জয় দিয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে নেদারল্যান্ডস। উয়েফা নেশন্স লিগে সাদামাটা পারফরম্যান্সে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র করেছে গতবারের রানার্সআপরা।বসনিয়ার জেনিকায় রোববার ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আসরে শুভসূচনা করা নেদারল্যান্ডস পরের ম্যাচে ইতালির বিপক্ষে হারে একই ব্যবধানে।ম্যাচের প্রথমার্ধে দু’দলের পারফরম্যান্সই ছিল সাদামাটা। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করে নেদারল্যান্ডস; তবে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির আগে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়াতে পারেনি স্বাগতিকরাও।
৬৯তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বসনিয়া। তবে এদিন জেকোর থ্রু বল ধরে মিরালেম পিয়ানিচের জোরালো নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।
খানিক পর ছয় মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু সাফল্য মেলেনি। ৭৮তম মিনিটে লুক ডি ইয়ংয়ের হেড রুখে দেন গোলক্ষক ইব্রাহিম সেহিচ। এরপর স্টিভেন বেহরভেনের নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার দার্কো তোদোরোভিচ।
যোগ করা সময়ে বদলি ফরোয়ার্ড রায়ান বাবেল ভালো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট ৪। ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে বসনিয়া।
Leave a Reply