অনলাইন ডেস্ক ।।
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীর মোহনা থেকে অভিযান চালিয়ে ২১টি অস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে মাছের ককশিট থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলীয় এলাকায় ডাকাতির জন্য কলাপাড়া থেকে পাথরঘাটার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষঘালী নদীর মোহনায় অবস্থান নেই। পরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই ট্রলারে মাছের ককশিটের ভেতর বরফ থেকে ৭টি দেশিয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা একটি ডাকাত দল ডাকাতি করার জন্যই সংঘবদ্ধ হচ্ছিল। ট্রলার ও অস্ত্র পুলিশে হস্তান্তর করা হবে।।
Leave a Reply