আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দালাল চক্রের এক সদস্য আটক

অনলাইন ডেস্ক ।।
কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি স্টুডিও থেকে ২৮৬টি পাসপোর্ট, আবেদন ও নকল সিলমোহরসহ দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার মনোহরপুর ফাইন স্টুডিওতে অভিযান চালিয়ে এসব পাসপোর্ট জব্দ করে র‌্যাব ১১ সিপিসি ২। এ সময় স্টুডিওটির মালিক ও পাসপোর্ট দালাল চক্রের অন্যতম হোতা মোহাম্মদ আতি খানকে (৩৫) আটক করে র‌্যাব। আতিক কোতয়ালী থানার মনোহরপুর এলাকার আব্দুল মতিন খাঁনের ছেলে।
স্টুডিওতে তল্লাসি চালিয়ে ২১১টি নতুন পাসপোর্ট, ৭৫টি পুরনো মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, পাসপোর্টের আবেদন ফরম, বিভিন্ন সরকারি কর্মকর্তার পদবীসহ নকল সিলমোহর উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান, ফটো স্টুডিওর আড়ালে মোঃ আতিক দীর্ঘদিন ধরে পাসপোর্টের দালালি ব্যবসা করে আসছে।
এদিকে কুমিল্লা পাসপোর্ট অফিস নোয়াপাড়া এলাকা থেকে একই দিন কুমিল্লার কোতয়ালী থানার নোয়াপাড়া গ্রামের লাল মিয়া মেম্বারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫০), কুমিল্লার বুড়িচং থানার গণেশপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৮) ও কুমিল্লা জেলার কোতয়ালি থানার নোয়াপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কাজী মিনহাজ উদ্দিন মিনুকে (৩০) আটক করা হয়। এসময়ে আসামিদের থেকে মোট ৪৩৬টি পাসপোর্ট, নগদ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :