চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৭-১০-২০) “নিরাপদ নারী, নিরাপদ দেশ” সুখী সমৃদ্ধ বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা শহরের নিলার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং এর আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পৌর কাউন্সিলর মুন্সি খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন সারা দেশে হঠাৎ করে ধর্ষনসহ নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। এর থেকে রক্ষার লক্ষ্যে সারাদেশে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অতিতে যে কোন সংকটময় মুহূর্তে পুলিশ জনতা একসাথে কাজ করেছে। এবারও এক সাথে কাজ করলে এর থেকে পরিত্রান পাওয়া যাবে।
Leave a Reply