অনলাইন ডেস্ক ।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা প্রায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হোয়াইক্যং মহেশখালীপাড়া এলাকার পুরাতন দফাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে কতিপয় ইয়াবা ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকষ আভিযানিক দল উক্ত স্থানে পৌছালে কৌশল পালিয়ে যাওয়ার প্রাক্কালে হোয়াইক্যং মহেলাকালিয়া পাড়ার ওয়াস করিমের ছেলে মোঃ সারোয়ার কামাল (৩০) কে আটক করতে সক্ষম হয়। এসময় তার সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭’শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৮ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply