মোঃ পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা : যান্ত্রিক পদ্ধিতিতে ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা । কৃষিযান্ত্রিক নিরাপত্তা ও কর্ম পরিবেশ বিষয়ে প্রশিক্ষণে জেলার ৬০ জন ওয়ার্কসপ মিস্ত্রী অংশ গ্রহণ করেন। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার সরাজগঞ্জ বাজারে জনতা ইঞ্জিনিয়ারিং কার্য্যলয় বাংলাদশ ধান গবেষণা ইনিস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কষি উৎপাদনশীলতা, যান্ত্রিকীকরণ, দক্ষ্য জনবল ও স্থানীয় ওয়ার্কসপের সক্ষমতা বৃদ্ধির লক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন গাজিপুর এসএফএমআরএ ব্রির প্রকল্প পরিচালক ড. এ.কে.এম সাইফুল ইসলাম, বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাশারেফ হোসাইন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান প্রমুখ।।
Leave a Reply